গাজীপুর: পুলিশ ও র্যাব যৌথ অভিযান করে টঙ্গীর বনমালা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাতদলের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে। তারা গাজীপুর সদরে ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে ডাকাতির ঘটনায় করা মামলার আসামী।
শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে পুলিশ এই তথ্য জানায়।
গ্রেপ্তার দুই ডাকাত হলো জামালপুর জেলার বকশীগঞ্জ থানার মালিরচর চালাক পাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে জাহের আলী উরফে চালু (৩৫) এবং কুড়িগ্রাম জেলার রৌমারী থানার চর ফুলবাড়ি গ্রামের জুলুপ উদ্দিনের ছেলে মন্টু মিয়া(৩৭)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় টঙ্গীর বনমালা রোড থেকে এই দুই আন্তঃজেলা ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুই ডাকাত জাহের আলী ও মন্টু গাজীপুর সদর উপজেলা ভবানীপুর সিদ্দিক মাস্টারের বাড়িতে ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে ডাকাতি মামলার আসামী। ১০ আগস্ট রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। পরদিন এই ঘটনায় থানায় মামলা হয়।
জয়দেবপুর থানার ওসি তেীহিদ আহমেদ বলেন, দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলার আসামী দুই আন্ত:জেলা ডাকাতকে টঙ্গী বনমালা রোড থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ব্যারিস্টার কায়সার আহমেদের বাড়িতে ডাকাতি মামলার আসামী।

