
গাজীপুর: জুলাই -আগষ্ট গনঅভ্যুত্থানে শহীদদের স্বরনে, জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষাসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নের বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন ফল ও ওষুধি গাছের চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত অনুষ্ঠানে বড় কয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রকার ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করেন গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক এডভোকেট আল-আল-আমিন হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মশিরুল হক কায়ছার মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়ের উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক মোঃ ইউসুফ সিকদারসহ প্রবীণ শিক্ষকগণ এবং বাড়ীয়া ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের মেম্বার মোঃ মজিদ ভূঁইয়া, যুবদল নেতা হাফিজুল ইসলাম বুলবুল, প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য মো: খোরশেদ আলম মোল্লা, উক্ত অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জুলাই যোদ্ধা-কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাড়ীয়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ জামান মিয়া, জিয়াউর রহমান , আলিফ পারভেজ , রনি ভূইয়া, তুষার, নাঈম, শাহাদাত, মোবারক,, সদর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক -কাজী সাব্বির আহমেদ ,মিরাজ প্রমুখ।
এছাড়াও বিদ্যালয়ের আঙ্গিনায় এড: আল-আমিন হোসেন এর নেতৃত্বে বৃক্ষ রোপন করা হয়।
