গাজীপুর সদরে প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহারের যোগদান, বিদায় সালাম

Slider শিক্ষা


গাজীপুর: গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেছেন নাজমুন নাহার। আজ মঙ্গলবার তিনি এ পদে যোগদান করেন। এর আগে এই পদে ছিলেন মো: আব্দুস সালাম।

গাজীপুর সদর উপজেলার নতুন শিক্ষা অফিসার নাজমুন নাহার যোগদানের বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।

গত ১৮ আগস্ট প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পচিালক (প্রশাসন-২) মো: সাজ্জাদ হোসেন এক অফিস আদেশে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুস সালামকে চাঁদপুরের মতলবে ও মতলবের প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহারকে গাজীপুর সদরে বদলীর আদেশ দেন। আদেশে উভয়ে ২০ আগস্টের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ২১ আগস্টে স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেয়া হয়। কিন্তু ২০ আগস্টের মধ্যে নাজমুন নাহার মতলবের দায়িত্ব বুঝিয়ে দিয়ে গাজীপুর আসতে চাইলে তাকে নানা ধরণের গুজবি খবর দিয়ে অনাকাংখিতভাবে যোগদান বাঁধাগ্রস্থ করা হয়। এদিকে স্ট্যান্ড রিলিজের পরও তিন কার্যদিবস আব্দুল সালাম জোর করে গাজীপুর সদর অফিসে থেকে যাওয়ার চেষ্টা করেন। এই নিয়ে গাজীপুরের শিক্ষক মহলে নানা জল্পনা কল্পনা শুরু হয়। আজকে নাজমুন নাহারের যোগদানের মধ্য দিয়ে জল্পনার অবসান হলো।

এদিকে আব্দুস সালামের বিরুদ্ধে অসংখ্য দুর্নীতির অভিযোগে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে অসংখ্য সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে স্কুল নিবন্ধনের নামে ঘুষ আদায়, শিক্ষক নেতৃবৃন্ধকে পুলিশ দিয়ে হয়রানী সহ নানা ধরণের অভিযোগ উঠে। ইতোমধ্যে তার বিরুদ্ধে উপস্থাপিত একাধিক অভিযোগ তদন্তের উদ্যোগ নিয়েছে অধিদপ্তর। আব্দুস সালাম গাজীপুরে কর্মরত থাকা অবস্থায় আওয়ামীলীগ আমলের কথিত শিক্ষক নেতা জাহাঙ্গীর আলমের মাধ্যমে ব্যাপক দুর্নীতি করেছেন বলে অভিযোগ রয়েছে। জাহাঙ্গীর আলম পতিত সরকারের মন্ত্রী, এমপি সহ বড় ধরণের নেতাদের নির্দেশে দীর্ঘ সময় গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছিলেন। আব্দুস সালামের বিদায়ের পর শত শত শিক্ষক সালামের ঘনিষ্ট সহযোগী জাহাঙ্গীর আলম মাস্টারের বিচার দাবী করছেন।

প্রসঙ্গত: গাজীপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুন নাহার গাজীপুরে আসার আগে ২০২০ সালের ১৫ অক্টোবর চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করেন। এর পূর্বে তিনি মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০০০সালের ২৬জুন সহকারী শিক্ষা অফিসার হিসেবে চাকুরিতে যোগদান করেন। চাকুরি জীবনের প্রথম কর্মস্থল সিরাজদিখান উপজেলায় আর দ্বিতীয় কর্মস্থল মতলব দক্ষিণ উপজেলা। গাজীপুর তার তৃতীয় কর্মস্থল। তার স্বামী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক ছিলেন। তিনি এক কন্যা সন্তানের জননী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *