
গাজীপুর: গাজীপুর সদর উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত চলমান দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে।
অনুসন্ধানে জানা যায়, গাজীপুর সদর উপজেলায় ১৬৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেনী পর্যন্ত অর্ধ লক্ষাধিক শিক্ষার্থী ১৮ আগস্ট থেকে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষা দিচ্ছে। তাদের নিকট থেকে গড়ে ৫০ টাকা করে পরীক্ষার ফি আদায় করা হয়েছে। এতে ২৫ লক্ষাধিক টাকা ফি উত্তোলন হয়। এই বিষয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার বলছেন, সরকারী নির্দেশে ফি নেয়া হয়েছে। তবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলছেন, এই পরীক্ষার ফি নিতে কোন সরকারি নির্দেশনা নেই।
এ বিষয়ে ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে জানা যায়, ১ম ও ২য় শ্রেনীর জন্য ৩৫ টাকা করে এবং ৩য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ৬০ টাকা করে ফি আদায় করা হয়েছে। গাজীপুর সদর উপজেলায় মাসিক সমন্বয় সভায় সিদ্ধান্ত মোতাবেক এই ফি আদায় করা হয়েছে বলে তারা জানান।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সালাম গণমাধ্যমকে বলেছেন, সরকারী সিদ্ধান্ত মোতাবেক ফি নেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি জানেন। তবে এই নির্দেশ সংক্রান্ত কোন চিঠি বা নির্দেশনা আছে কি না এমন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি উত্তেজিত হয়ে ফোনের লাইন কেটে দেন।
গাজীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো:মামুনুর রশীদ বলেন, এই বিঢয়ে আমি কিছুই জানিনা। শিক্ষা অফিসার স্ট্যান্ড রিলিজ হয়ে গেছেন বলে জানান তিনি।
গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মাসুদ ভূইয়া বলেন,এই পরীক্ষার ফি নেয়ার কোন সরকারী সিদ্ধান্ত নেই।
