
গাজীপুর:বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.মাজহারুল আলম বলেছেন, পৃথিবীর ইতিহাসে সন্তানদের বিখ্যাত হওয়ার পেছনে মায়েদের অবদান যুগযুগ ধরে প্রমাণিত হয়েছে। পৃথিবী বিখ্যাত মনিষী বায়েজিদ বোস্তামী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সম্রাট নেপোলিয়ন, বিজ্ঞানী মেঘনাদ সাহা প্রমূখ ক্ষণজন্মা ব্যক্তিদের কথা স্মরণ করে তিনি এসব কথা বলেন।
গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এম এ বারী বৃত্তি প্রদান অনুষ্ঠানে হল ভর্তি বিপুল সংখ্যক মেধাবী ছাত্রছাত্রী, মা-বাবা ও শিক্ষকদের উদ্দেশ্যে ডা.মাজহার প্রধান অতিথির বক্তব্য প্রদান করছিলেন।
অনুষ্ঠানের প্রধান আলোচক গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমকেএম রিপন আনসারী বলেন মায়েদেরকে মোবাইল ব্রাউজিং কমিয়ে সন্তানদের সৃজনশীলতার দিকে নজর বাড়াতে হবে।
বৃত্তিপ্রদান অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। উদ্ধোধনী বক্তব্যে তিনিও এক পর্যায়ে বিজ্ঞানী টমাস আলভা এডিসনের প্রসঙ্গ টেনে তাঁর মায়ের ভূমিকার কথা উল্লেখ করেন।
মোঃ ইসমাইল হোসেন মাস্টারের সার্বিক তত্তাবধানে এবং শিক্ষক মোছাদ্দিকুর সাহেবের সভাপতিত্বে আরো অনেকে আলোচনা করে ছাত্রদের উৎসাহ দেন।
পরে মেধাবীদের পুরস্কার ও ক্রেস্ট প্রদান করা হয়।
