টঙ্গীতে অবৈধভাবে খোলা তেল বেতলজাত করার অভিযোগে দন্ড ও কারখানা সিলগালা

Slider গ্রাম বাংলা


ছবি( টঙ্গীতে ভেজাল বিরোধী অভিযান শেষে বক্তব্য রাখছেন সহকারী পরিচালক)

গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে অবৈধভাবে কারখানা খোলে খোলা তেল বোতলজাত করে বাজারে বিক্রির অভিযোগে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করে আরেকটি কারখানা সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।

আজ বুধবার (১৩ আগষ্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর, টঙ্গীতে এই অভিয়ান চালায়।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলার একটি টিম পুলিশ নিয়ে টঙ্গী বাজারে অতর্কিতে অভিযান চালায়। এসময় টঙ্গী বাজারের তিন ভাই সুপার মার্কেটে যমুনা সয়াবিন তেল নামে একটি অবৈধ কারখানাকে খোলা তেল বোতলজাত করে বাজারজাত করার সময় প্রতিষ্ঠানের মালিক আবুল কালামকে ৫০ হাজার টাকা জরিমানা করে। একই সময় এই কোম্পানির জনৈক শামীমের মালিকানাধীন আরেকটি ইউনিট সিলগালা করে দেয়া হয়।

অভিযানের নেতৃত্বে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আফসানা পারভিন গণমাধ্যমকে বলেন, আমরা একটি কারখানা সিলগালা করে আরেকটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছি। অবৈধভাবে গড়ে উঠা এই ধরণের কারখানাগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *