বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

Slider সারাদেশ

 

2015_07_06_06_52_32_QhrVRsSe48CFIdlFZuAXrm2RPjq5i3_original

 

 

 

 

চুয়াডাঙ্গায় ভারত সীমান্ত গলে অবৈধভাবে প্রবেশের দায়ে মাদকদ্রব্যসহ চার অজ্ঞাত পরিচয় বাংলাদেশি নাগরিককে মাদকসহ আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ব্যাটালিয়নের মালুয়াপাড়া ক্যাম্পের গোয়েন্দা দল।

মঙ্গলবার রাত পৌনে ১২টায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানান।

প্রাথমিক খবরে জানা গেছে, এদের ২ জনের বাড়ি চুয়াডাঙ্গা জেলায় এবং অপর দু’জন মাগুরা জেলার বাসিন্দা।

এদিন আনুমানিক বিকেল ৫টার দিকে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর এলাকার আন্তর্জাতিক সীমান্ত পিলার নং ৮৭ হতে প্রায় ১শ গজ ভারতের অভ্যন্তরে পশ্চিমবঙ্গের চাকুলিয়া নদীর পাড়ের কাছ থেকে তাদের আটক করা হয়।

পরবর্তীতে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের মাধ্যমে বিএসএফ চার বাংলাদেশি নাগরিকের মাদকদ্রব্যসহ আটকের বিষয়টি জানায়।

বিজিবি পরিচালক আরও জানান, আটক নাগরিকদের ফিরিয়ে আনার ব্যাপারে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *