আন্দোলন করতে গেলে ব্রাজিলের মতো ৭ গোলে পরাজিত হবেন : নাসিম

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

55056_nasim

গ্রাম বাংলা ডেস্ক:আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, জণগণের ভোটে নির্বাচিত সরকারকে অপসারণ করার ক্ষমতা কারো নেই। বিএনপি আন্দোলন করতে গেলে ব্রাজিলের মতো ৭ গোলে পরাজিত হবে।
বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন,‘আপনারা যতই হুমকি ধামকি দেন- কোন লাভ নেই। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করেছি। তাই যত আন্দোলনই করেন না কেন, সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবেন না।’
নাসিম আজ বৃহষ্পতিবার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী সমর্থক জোট আয়োজিত ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় অর্জনসমূহ, উন্নয়ন ও বর্তমান প্রোপট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সংগঠনের চেয়ারম্যান আব্দুল হক সবুজের সভাপতিত্বে সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম মিলন প্রমুখ বক্তব্য রাখেন।
আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি না করে দলকে সংঘটিত করতে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রতি আহবান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, অযথা আন্দোলন- জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করবেন না। যতই আন্দোলন করেন, সরকারের পতন ঘটাতে পারবেন না। তাই আপনাদের বলি- সরকারকে সহযোগিতা করুন। আপনারা যে ঈদের পরে আন্দোলনের কথা বলছেন-সে ঈদ বাংলাদেশে কোনদিন আসবে না।
কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র বলেন, ইন্দোনেশিয়ায় সরকার মতা থাকাকালে সে দেশে নির্বাচন হয়েছে, ভারতে সরকার মতাড থাকাকালে নির্বাচন হয়েছে। গত ৫ জানুয়ারি নির্বাচন না হলে বাংলাদেশে থাইল্যন্ডের মতো সামরিক শাসন জারি হতো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবিধানিক ধারাবাহিকতায় যথা সময়ে নির্বাচন করে শন্তিপূর্ণ ভাবে দেশ চালাচ্ছেন।
বেগম খালেদা জিয়াকে উদ্দেশ করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আপনি মুক্তিযুদ্ধ কিংবা মুক্তিযোদ্ধাদের দেখেছেন কী না জানি না। আপনি এখন রাজাকার, আলবদর ও আল শামসদের কমান্ডার। আমি মনে করি, যারা ‘বাংলাদেশে জিন্দাবাদ’ বলে তারা বাংলাদেশে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *