
ঢাকা:গাজীপুর মহানগরীর পূবাইলের সাবেক বি এন পি নেতা, বৃহত্তর গাজীপুর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক, পূবাইল থানা বি এন পির সাবেক সদস্য সচিব এড নজরুল ইসলাম খান, ২০২৩ সালে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০ নং ওয়ার্ড এ কাউন্সিলর হিসেবে নির্বাচনে দাঁড়িয়ে দল থেকে বহিষ্কার হয় এই প্রভাবশালী নেতা।
দল বহিষ্কার করলেও দলকে ভালবেসে নিয়মিত রাজনৈতিক প্রোগ্রামে নিয়মিত অংশগ্রহণ করে যাচ্ছে এই সাবেক বি এন পি নেতা, সর্বশেষ আজ ৬ আগষ্ট ঢাকায় বি এন পির বিজয় র্যালি তে অংশগ্রহণ করেন এই নেতা, বহিষ্কার আদেশ নিয়ে প্রচারবিমুখ এই নেতা সাংবাদিকদের জানান, দল বহিষ্কার করেছে আবার দল ই আমাকে দলে জায়গা করে দিবে বলে আশা রাখি, তৃণমূলে আমার হাজার হাজার কর্মী আছে, আমি সাবেক কাউন্সিলর, সে হিসেবে আমার প্রতি স্থানীয় জনগনের ভালবাসা আছে, রাজনীতি তে শেষ বলে কিছু নেই।
স্থানীয় সাধারণ জনগন মনে করে দ্রুত দলে ফিরিয়ে আনলে আরো শক্তিশালী হবে বি এন পি।
