ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনপির বিজয় শোভাযাত্রা

গ্রাম বাংলা


গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি।

মঙ্গলবার( ৫ আগষ্ট) বিকেলে টঙ্গীর সেনা কল্যান ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিজয় শোভাযাত্রার অনুষ্ঠিত হয়।

টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে অনুষ্ঠিত বিজয় শোভাযাত্রায় বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের শত শত নেতা কর্মী অংশগ্রহণ করেন। শোভাযাত্রা
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মিলগেট, স্টেশন রোড হয়ে টঙ্গী বাজারে এসে শেষ হয়। বিজয় শোভাযাত্রাটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক একাধিকবার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এদিকে টঙ্গী শিল্পাঞ্চলের বিভিন্ন স্থানে ২০২৪ সালের ৫ আগষ্ট গণঅভ্যুত্থানে আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার এক বছর পূর্তি উপলক্ষ্যে স্থানীয় বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *