গাজীপুর: সারাদেশের একমাত্র নতুন সংসদীয় আসন গাজীপুর-৬( টঙ্গী- পূবাইল-গাছা) এর আবেদনকারী খসড়া তালিকাকে স্বাগত জানিয়ে দ্রুত গ্যাজেট প্রকাশের আহবান জানিয়েছেন।
সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় প্রস্তাবিত গাজীপুর- ৬ ( টঙ্গী- পূবাইল- গাছা) আসনের আবেদনকারী ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজবী বিএনপি নেতা এডভোকেট কে এম নজরুল ইসলাম এই দাবী করেন।
তিনি বলেন, আমি গাজীপুর সিটিকরপোরেশনের কাউন্সিলর ছিলাম। জনগনের দীর্ঘ দিনের দাবী আদায়ে চলতি বছরের ৮ মে বাংলাদেশ নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে বর্তমান খসড়ায় সৃষ্ট গাজীপুর -৬ নির্বাচনী আসন করার লিখিত দাবী জানাই। আমার আবেদন সুবিবেচনায় নিয়ে খসড়া তালিকায় আমার দাবী পূরণ হয়েছে। এই জন্য বাংলাদেশ নির্বাচন কমিশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অনতিবিলম্বে গ্যাজেট প্রকাশের আহবান জানান তিনি।
: কে এই আবেদনকারী এডভোকেট নজরুল ইসলাম:
এডভোকেট নজরুল ইসলাম বৃহত্তর গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারন সম্পাদক এবং পূবাইল মেট্রো থানা বিএনপির সাবেক সদস্য সচিবও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক। বিগত ফ্যাসিবাদ সরকারে বিরুদ্ধে আন্দোলন করে ৫ বার
গ্রেপ্তার হয়ে কারাবন্দী হন তিনি। প্রায় ১৫টি হয়রানি মূলক মিথ্যা রাজনৈতিক মামালায় আসামী তিনি। গত ৫ আগষ্টে গণআন্দোলনে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার ও গাজীপুরে একাধিকবার আহত হন তিনি।

