টঙ্গীতে ড্রেনে নিখোঁজ নারী ২৩ ঘন্টায়ও উদ্ধার হয়নি প্রতিবাদে ঢাকা-মযমনসিংহ মহাসড়ক অবরোধ

Slider গ্রাম বাংলা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ময়লার ড্রেনে পড়ে নিঁখোজ নারীর সন্ধ্যান ২৩ ঘন্টায়ও পাওয়া যায়নি। ভিকটিমকে দ্রুত খুঁজে বের করার দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে চাপে পড়ে ফায়ার সার্ভিস অভিযান সমাপ্ত করে চলে যায়।
আজ সোমবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা-ময়মনসিংহ অবরোধ হয়। এর আগে উদ্ধাকারী দল উদ্ধার অভিযান ফেলে চলে যায়। বর্তমানে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, রবিবার রাত ৮টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাতে ঢাকনা খোলা ড্রেনে পরে নিঁখোজ হয় এক নারী। নিঁখোজ নারীর চাচাতো বোন পরিচয়ে জনৈকা শুকতারা ইসলাম ঐশি দাবী করেন, নিখোঁজ নারী ফারিয়া তাসনিম জোতি(৩২) চুয়াডাঙ্গা সদর থানার বাগান পাড়া গ্রামের মৃত ওলিউল্লাহ আহম্মেদ বাবলুর মেয়ে। জোতি মিরপুরে বসবাস করে নিকুঞ্জ এলাকার মনিট্রেডিং কর্পোরেশনে ন্যাশনাল সেল্স ম্যাজেজার হিসেবে চাকুরী করতেন। রবিবার টঙ্গীতে একটি অফিসিয়াল ভিজিটে এসে সিটিকরপোরেশনের ঢাকনা খোলা ড্রেনে পড়ে নিঁখোজ হয়। রাতে ফেসবুক ও বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে জানতে পারি ওই এলাকায় একজন নারী ম্যানহোলে পরে যায়। তারপর আমাদের পরিবারের লোকজন তার মোবাইল নম্বরে যোগাযোগ করে তাকে পাইনি। তার ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর অনেক খোঁজাখুজি করে টঙ্গীর হোসেন মার্কেট এসে জানতে পারি একজন নারী ম্যানহোলে পরে গেছে। তিনি দাবী করেন, নিঁখোজ নারী তার বোন জোতি। তিনি অবিলম্বে তার বোনকে উদ্ধারের দাবী জানান।

ঘটনার প্রত্যক্ষদর্শী সেলিম শেখ বলেন, আমার ছোটভাই রনি উত্তর থেকে আসতে ছিলো। রাস্তায় ছিনতাকারীর ভয়ে রনিকে এগিয়ে আনার জন্য আমি হোসেন মার্কেট এলকায় অবস্থান করছিলাম। এমন সময় ছোট ভাই রনি ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এস বাস থেকে নামে। এসময় আমরা দেখলাম একজন নারী ঢাকনা খোলা ড্রেনে পড়ে গেছে। সাথে সাথে আমি ও আমার ছোট ভাই রনি ওই নারীকে বাচাঁনোর জন্য ম্যানহোলে নেমে যাই। কিন্তু সাথে সাথে পানিতে তলিয়ে যায় সে।
সরেজমিন জানা যায়, নিঁখোজকে উদ্ধারে ফায়ার সার্ভিস ২৩ ঘন্টা ধরে চেষ্টা করে। কিন্তু মহাসড়কে একদল লোক যানবাহন অবরোধ করলে ফায়ার সার্ভিস চলে যায় । ড্রেনের পানিতে তীব্র ¯্রােত থাকায় ভিকটিমের লোকেশন সনাক্ত করা যায়নি। ঘটনাস্থল এলাকায় ড্রেনের অনেক ডাকনাই এখনো খোলা দেখা যায়। খোলা ডাকনায় তীব্র ¯্রােত লক্ষ্য করা গেছে।

এদিকে আজ সন্ধ্যা ৬টার পর একদল লোক নিঁখোজ নারীর উদ্ধারের দাবীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। আর ঢাকনা খোলা ড্রেনে নিঁেখাজ নারীর বিষয়ে গাজীপুর সিটিকরপোরেশন ও বিআরটি পরস্পরকে দোষারোপ করছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। এখনও পর্যন্ত তাকে পাওয়া যায়নি। আমাদের অভিযান অব্যাহত আছে। তবে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এক দল লোক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আমাদের ধাওয়া দিলে আমরা চলে আসি।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, নিঁখোজ নারী এখনো উদ্ধার হয়নি। একদল লোক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

রাত সাড়ে ৭টায় এই রিপোর্ট লেখার সময় অবরোধ চলছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *