ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বিএনপির অঙ্গ সংগঠন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
তিনি বলেন, ‘গবেষণা সংস্থা হলেও রাজনৈতিক সংগঠনের মতো টিআইবির নির্বাচন দাবি করা এবং দুই বিদেশি খুনের ঘটনা একই সূত্রে গাঁথা।’
মঙ্গলবার ঢাকায় নিযুক্ত শ্রীলংকার নতুন রাষ্ট্রদূত ইয়াসোজা গুনাসেকেরার সঙ্গে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তিনি আরো বলেন, ‘এ দেশে ৯২ দিনের নাশকতা, শিশু পুড়িয়ে মারা ও বাস-ট্রাক পুড়িয়ে দেওয়ার মতো অরাজক পরিস্থিতির কারণে কোনো দেশ ভ্রমণ সর্তকতা জারি করল না, অথচ এখন প্রতিদিনই তা করা হচ্ছে।’
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘টিআইবি কোনো রাজনৈতিক দল নয়। কিন্তু জাতীয় সংসদে বিএনপির নাম কতবার উচ্চারিত হয়, সেগুলো নিয়েও কথা বলে টিআইবি। অবস্থাদৃষ্টে মনে হয়, টিআইবি বিএনপির অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে।’
তিনি বলেন, ‘টিআইবি একটি গবেষণা সংস্থা। কিন্তু অনেকে প্রশ্ন তোলেন, তারা গবেষণায় এত টাকা কোথায় পায়? সংসদের এটা খারাপ, ৩২ কোটি টাকা খরচ হয়েছে, বিএনপির এতবার নাম উচ্চারিত হয়েছে, প্রধানমন্ত্রীর নাম এতবার উচ্চারিত হয়েছে ইত্যাদি। সব ঠিক আছে, কিন্তু উপসংহার কী? শেষে বলে দিল, একমাত্র সমাধান নির্বাচন। টিআইবি একটা রাজনৈতিক দল নয়। তারা যখনই নির্বাচন চাইল, তখনই উপলব্ধি করতে হবে, টিআইবি হলো বিএনপির একটি অঙ্গ সংগঠন। কারণ,তারাই নির্বাচন দাবি করে।’
প্রসঙ্গত, বিএনপিবিহীন দশম সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে টিআইবি দু’দিন আগে তাদের পার্লামেন্টওয়াচ প্রতিবেদন প্রকাশ করে। বিরোধী দলের অনুপস্থিতি সংসদ ক্ষমতাসীন আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য বিস্তারের ভুবনে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। কার্যকর সংসদের জন্য আরেকটি নির্বাচনের সুপারিশ করেন তিনি।
অন্যদিকে গত বছরের ৫ জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে গঠিত বর্তমান সংসদ ভেঙে দিয়ে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানিয়ে আসছে বিএনপি।