যেখানে গুলিবিদ্ধ হয়েছিলাম, সেখানেই হামলার শিকার হলাম

Slider চট্টগ্রাম

চট্টগ্রামের বাঁশখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’র প্রচারকালে হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে দলটি। এ ঘটনায় মো. তানভির কাদের শিকদার নামে এনসিপির এক সংগঠক আহত হয়েছেন।

তিনি বলেন, ২০২৪ সালে যে স্থানে আমি গুলিবিদ্ধ হয়েছিলাম, আজকে ঠিক সেখানেই আবার হামলার শিকার হলাম। হামলার পর আমি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ি।

শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জলদী এলাকায় এ হামলা হয় বলে এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়।

দলটির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক ইমন সৈয়দ সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার অভিযোগ তুলে বলেন, জুলাই পদযাত্রার প্রচারণার সময় বিএনপির নেতাকর্মীরা জলদী এলাকায় এসে আমাদের ব্যানার কেড়ে নেয়। প্রতিবাদ করলে তানভির কাদের শিকদারকে মারধর করা হয়।

আহত তানভির শিকদার বলেন, শনিবার সকাল থেকেই আমরা পদযাত্রা উপলক্ষ্যে প্রচারণায় ছিলাম। রাতে গাড়ি থামিয়ে বিএনপির নেতাকর্মীরা বলেন, আমি এনসিপির কর্মী। এরপর তারা আমাকে গাড়ি থেকে নামিয়ে ফেলে, ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দেয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *