শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি. ২০২৪ এর জুলাই আন্দোলনকে স্মরণ করতে আন্দোলনে অংশগ্রহনকারী তরুন প্রজন্মের অংশগ্রহনে অনুষ্ঠিত হয়েছে “শ্রীপুরে জুলাই’ শীর্ষক আলোচনা সভা।
১২ জুলাই শনিবার বেলা ১১টায় শ্রীপুর উপজেলা অডিটরিয়ামে আকন্দ ফাউন্ডেশনের উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ।
আলোচনা সভায় ২৪ এর আন্দোলনে অংশগ্রহনকারীরা তাদের স্মৃতিচারনা ও আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করে আলোচনা করেন।
ব্যারিস্টার জাহিদ হাসান আকন্দ বলেন, ২৪ আন্দোলন স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন ছিল। তাদের সফলতায় আজ আমাদের সামনে নতুন রাজনৈতিক বন্দোবস্থের পথ খুলেছে। আমরা নতুন এক বাংলাদেশের পথে হাটছি এখন। এ আন্দোলনে যারা নিজের জীবন উপেক্ষা করে অংশ নিয়ে সফল করেছেন তাদের আমরা সম্মান জানাতে ও শ্রীপুরে জুলাইকে স্মরনীয় করতেই এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

