টঙ্গীতে গ্রেপ্তার এড. স্বপনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, বিএনপিতে বহি:স্কার আতঙ্ক!

Slider গ্রাম বাংলা

ছবি( গ্রেপ্তার হওয়া সাবেক বিএনপি নেতা এড. স্বপন)

গাজীপুর: গাজীপুর- ২ ( টঙ্গী -গাজীপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ ৪ নেতাকে বহিষ্কারের পর টঙ্গী বিএনপিতে বহিষ্কার আতঙ দেখা দিয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়ে বহি:স্কার হওয়া এড. স্বপনের নামে নতুন মামলা হয়েছে। পুলিশ আপাতত একটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে। গ্রেপ্তার ও বহি:স্কারের কারণে শিল্পনগরী টঙ্গীতে ঝুট ব্যবসা ও ফুটপাত সহ নিয়মিত চাঁদাবাজীতে অস্থিরতা দেখা গেছে।

আজ সোমবার ( ৭ জুলাই) টঙ্গী পূর্ব থানা পুলিশ ও বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম বলেন, আসামী স্বপনের নামে আমার থানায় ৪ টি মামলা ছিল। আজ আরো একটি মামলা হয়েছে। আপাতত একটি মামলায় ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকী মামলাগুলোর ক্ষেত্রে আইনী প্রক্রিয়া চলমান।

অনুসন্ধানে জানা যায়, ৫ আগস্টের আগ পর্যন্ত টঙ্গী শিল্প এলাকায় ঝুঁট, চাঁদাবাজী ও মাদকের ব্যবসা ছিল সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের চাচা ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি মতিউর রহমান মতির নিয়ন্ত্রণে। ৫ আগস্টের পর টঙ্গী বিএনপির একাধিক পক্ষ নিজেদের সুবিধামত এই সেক্টর দখল করে। এতে টঙ্গী শিল্পাঞ্চলের তিন শতাধিক শিল্প প্রতিষ্ঠানের ব্যবসা বিএনপির বিভিন্ন নেতাদের হাতে চলে যায়। একইভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকার দুই পাশ সহ ছোট বড় সড়ক মহাসড়কের ফুটপাতে ভাসমান দোকান পাটের চাঁদাও হাতবদল হয়। হাতবদলের মধ্যে বিভিন্ন যানবাহনের স্ট্যান্ড, টঙ্গীর ১৯ টি বস্তির মাদক ব্যবসা অন্যতম।

এদিকে আওয়ামীলীগ সরকারের পতনের পর ১১ মাস চলে গেলেও টঙ্গীতে কাঁচা টাকার উৎস এখনো স্থিতিশীল হয়নি। মাঝে মাঝে ব্যবসা দখল বেদখল নিয়ে বিএনপি নিজেদের মধ্যে মারামারি ও সংঘর্ষে লিপ্ত হচ্ছে। ১১মাসে এসব কারণে নিজেদের মধ্যে ২০টিরও বেশী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একাধিক মামলা ও গ্রেপ্তারের ঘটনাও অনেক।

জানা যায়, গতকাল রবিবার কেন্দ্রীয় বিএনপি টঙ্গীর তিন নেতা সহ গাজীপুর মহানগর বিএনপির ৪ নেতাকে প্রাথমিক সদস্য পদ সহ বহি: স্কার করে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাদাবী সহ দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি আদর্শ ও সংহতি পরিপন্থী অনৈতিক কার্যকলাপের অভিযোগে টঙ্গীর তিন বিএনপি নেতা সহ ৪ জনকে বহি:স্কার করেছে বিএনপি। বহি:স্কৃত বিএনপি নেতারা হলেন, গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট জিয়াউল হাসান উরফে জিএস স্বপন, গাজীপুর মহানগর সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মোল্লা ও টঙ্গী পূর্ব থানা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম সাথী। বহি:স্কৃতদের মধ্যে গ্রেপ্তার অ্যাডভোকেট জিয়াউল হাসান স্বপন গ্রেপ্তার হয়েছেন।

টঙ্গী স্টেশন রোড ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের ফুটপাতের ব্যবসায়ীরা জানিয়েছেন, আমরা আগেও চাঁদা দিয়েছি, এখনো দেই তবে মাঝে মাঝে চাঁদা তোলার লোক পরিবর্তন হয়। তারা আরো জানায়, প্রশাসন ঠিক থাকলে চাঁদা লাগতো না।

খোঁজ নিয়ে জানা গেছে, টঙ্গীতে বড় নেতাদের কেউ কেউ বহিষ্কারের কারণে ছোট ছোট নেতারা চাঁদা তোলতে ভয় পাচ্ছেন। ঝুট ব্যবসার ক্ষেত্রেও অনুরুপ আতঙ্ক দেখা দিয়েছে। তবে বহি:স্কারের ক্ষেত্রে অনেক নেতাই আরো খোঁজ খবর নেয়ার আহবান জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিল্প কারখানার প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, বিএনপির বড় নেতাদের বহিষ্কারের কারণে একটু প্রভাব তো পড়ছেই। এতে ঝুট ব্যবসার ডিড( চুক্তিনামা) পরিবর্তনের সম্ভাবনা আছে।

গাজীপুর মহানগর জাসাসের সভাপতি সৈয়দ হাসান সোহেল বলেন, দলের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। দলীয় শৃঙ্খলা ভাঙকারীদের বিরুদ্ধে দলের এই অভিযান দলকে সুসংগঠিত করবে।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি বলেন, দলের সকল সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা চাই আমাদের দল সব ধরণের অপরাধ থেকে দূরে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *