ইরান-ইসরায়েল সংঘাতের প্রকৃত সমাপ্তি চান ট্রাম্প

Slider সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরান ও ইসরায়েলের মধ্যে ‘যুদ্ধবিরতির চেয়ে ভালো’ কিছু চান। একই সঙ্গে চলমান এই সংঘাতের ‘একটি সত্যিকার সমাপ্তি’ চান তিনি।

মার্কিন এই প্রেসিডেন্ট বলেছেন, ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।

তিনি এমন সময় এই মন্তব্য করলেন যখন দেশ দুটির মধ্যে সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। কানাডায় বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ এর বৈঠক শেষ হওয়ার একদিন আগেই আকস্মিকভাবে যুক্তরাষ্ট্রে ফিরেছেন ট্রাম্প। তাকে বহনকারী এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে ইরান-ইসরায়েল সংঘাতের বিষয়ে কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‌‌যুক্তরাষ্ট্র একটি সত্যিকার সমাপ্তি চায়। যুদ্ধবিরতি নয়। একটি সমাপ্তি। পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির আলোচনার জন্য তিনি এখনও ইরানের সাথে যোগাযোগ করেননি।

মার্কিন এই প্রেসিডেন্ট লিখেছেন, ইরানের একটি চুক্তিতে স্বাক্ষর করা উচিত।

তিনি বলেন, ‌‌তারা যদি কথা বলতে চায়, তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের আলোচনার টেবিলে থাকা চুক্তি গ্রহণ করা উচিত; যা অনেক প্রাণ রক্ষা করবে।

এর আগে দেওয়া এক পোস্টে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে গিয়ে তড়িঘড়ি যুক্তরাষ্ট্রে ফিরে আসার সঙ্গে ইরান-ইসরায়েলের সংঘাতের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন ডোনাল্ড ট্রাম্প।

সম্মেলনের অবসরে জি৭ সামিটের অন্যতম সদস্যরাষ্ট্র ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ সাংবাদিকদের কাছে ট্রাম্পের প্রত্যাবর্তনের যে কারণ বর্ণনা করেছেন, তা ভুল বলেও উল্লেখ করেন তিনি।

ট্রাম্প বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্রকাশ্যে বলেছেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত থামানো ও একটি যুদ্ধবিরতি সংক্রান্ত কাজের প্রয়োজনে আমি কানাডার জি-৭ সম্মেলন ফেলে ওয়াশিংটনে ফেরত এসেছি। এটা ভুল। তার (প্রেসিডেন্ট ম্যাক্রোঁ) কোনও ধারণাই নেই যে কী করণে আমি ওয়াশিংটনে ফিরে এসেছি। এই ফিরে আসার কারণ অবশ্যই কোনও সম্ভাব্য যুদ্ধবিরতি নয়।

সূত্র: বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *