তারেক রহমানের নেতৃত্বে শহীদ জিয়ার দর্শন কার্যকর হবে——ডা.মাজহার

Slider গ্রাম বাংলা

গাজীপুর: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গাজীপুর জেলা বিএনপি অফিস প্রাঙ্গনে। গাজীপুর মহানগরের বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার। অনুষ্ঠানের প্রধান আলোচক বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেন, শহীদ জিয়ার স্বাধীনতার ঘোষণা, সম্মুখ সমরে মুক্তিযুদ্ধ, বহুদলীয় গণতন্ত্র, স্বাধীন পররাষ্ট্র নীতি, স্বনির্ভর আন্দোলন, খালকাটা কর্মসূচী, নিরক্ষরতা দূরীকরণ অভিযান, সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম, বাংলাদেশী জাতীয়তাবাদ — সর্বোপরি গণমূখী অর্থনৈতিক সংস্কার সাড়া বিশ্বে বাংলাদেশকে যে উচ্চ আসন দিয়েছিল, তা আরও কখনোই বাংলাদেশ পায় নি। তবে, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে জাতি আবারো শহীদ জিয়ার দর্শন কাজে লাগিয়ে দেশকে উন্নত করবে, ইনশাল্লাহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ আক্তারুজ্জামান, বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র আব্দুল করিম, মেট্রোথানা বিএনপি সাংগঠনিক সম্পাদক এডভোকেট তৌহিদুল ইসলাম রনি, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খন্দকার আজহারুল ইসলাম, মহিলা দল নেত্রী দিবা চৌধুরী, মামুনুর রশীদ, মাফিকুর রহমান সেলিম প্রমূখ।
শহীদ জিয়া, খালেদা জিয়া, তারেক রহমান এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের জন্য দোয়া করার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *