পুরান ঢাকার হোসনী দালান এলাকায় শুক্রবার রাতে বোমা হামলার ঘটনায় দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট-আইএস। যুক্তরাষ্ট্র ভিত্তিক সাইট ইনটিলিজেন্স গ্রুপ এ তথ্য জানিয়েছে। ঢাকায় ইতালি নাগরিক তাভেলা সিজার ও রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যাকা-ের পরও এ গ্রুপটি আইএস ঘটনার দায় স্বীকার করে বলে জানিয়েছিল। হোসনি দালান এলাকায় বোমা হামলায় এক কিশোর নিহত ও অন্তত একশ ব্যক্তি আহত হন। রাতে আশুরার শোক মিছিল বের করার আগে এ হামলার ঘটনা ঘটে। শনিবার বিকালে সাইট ইনটিলিজেন্স গ্রুপ এক টুইটে আইএস এর দায় স্বীকারের কথা জানায়।
এদিকে এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় হাতে তৈরি গ্রেনেড ব্যবহার হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীলতা তৈরি করা। পুলিশের আইজি একেএম শহিদুল হকও জানিয়েছেন ঘটনা পরিকল্পিত। স্বাধীনতা বিরোধী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। হোসনী দালানে বোমা হামলার পর আজ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নিজ নিজ দেশের নাগরিকদের জন্য দেয়া ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুল বার্নিকাট।
এদিকে এ ঘটনাকে পরিকল্পিত নাশকতা বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ তিনি সাংবাদিকদের জানিয়েছেন, হামলায় হাতে তৈরি গ্রেনেড ব্যবহার হয়। হামলাকারীদের উদ্দেশ্য ছিল দেশে অস্থিতিশীলতা তৈরি করা। পুলিশের আইজি একেএম শহিদুল হকও জানিয়েছেন ঘটনা পরিকল্পিত। স্বাধীনতা বিরোধী চক্র এ ঘটনার সঙ্গে জড়িত। হোসনী দালানে বোমা হামলার পর আজ যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া তাদের নিজ নিজ দেশের নাগরিকদের জন্য দেয়া ভ্রমণ সতর্কতা হালনাগাদ করেছে। ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুল বার্নিকাট।