প্রতিবন্ধীদের মেধা বিকাশে ধনীদের এগিয়ে আসতে হবে- প্রধানমন্ত্রীর

Slider গ্রাম বাংলা জাতীয় টপ নিউজ সারাদেশ

10492072_326145780877121_3759556735793956795_n
গ্রাম বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা শারিরিক প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে দেশের ধনী ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘দেশে ধনী ব্যক্তির কোনো অভাব নেই। সুতরাং প্রতিবন্ধীদের মেধা বিকাশে এগিয়ে আসতে আমি তাদের প্রতি আহ্বান জানাই।’
তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের যথাযথ সুযোগ-সুবিধা দেয়া গেলে তারাও নিজেদের দেশের সোনার সন্তান হিসেবে প্রমাণ রাখতে পারবে।
এ প্রেেিত প্রধানমন্ত্রী দেশের বালক বালিকাদের সাফল্য যথাযথভাবে তুলে না ধরার জন্য সংবাদ মাধ্যমের সমালোচনা করেন।
তিনি বলেন, ‘আমাদের জন্য এটি খুবই দুঃখজনক সংবাদপত্রগুলোতে সফলতার খবর শিরোনাম হয় না বরং তারা অন্যের সমালোচনায় ব্যস্ত।’
সম্প্রতি ভারতে টি-টোয়েন্টি সিরিজ জয় উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশিন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জেড-এর কর্মকর্তা ও খেলোয়াড়রা আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিখ্যাত অটিজম বিশেষজ্ঞ ও প্রধানমন্ত্রীর কন্যা সায়মা হোসেন পুতুল, সংস্থার প্রধান পৃষ্ঠপোষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, পৃষ্ঠপোষক ও বিখ্যাত অর্থনীতিবিদ প্রফেসর আবুল বারাকাত, সংস্থার প্রেসিডেন্ট প্রফেসর ড. শেখ আবদুস সালাম এবং জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুকসেদুর রহমান বক্তৃতা করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে অ্যাম্বসেডর এট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
খেলোয়াড় ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে শেখ হাসিনা ভারতের মাটিতে এ জয়কে বড়ো ধরনের অর্জন বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী সংস্থা গঠনে সংস্থার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিবন্ধীদের কল্যাণে একে চমৎকার ভাবনা হিসেবে উল্লেখ করেন।
সূত্র : বাসস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *