নাটোরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১  

Slider রাজনীতি

97999_Untitled-1

 

 

 

পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে নাটোরের সিংড়ায় আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে মোহাম্মদ হান্নান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের তিরোইল গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত আওয়ামী লীগ কর্মীরা অপর পক্ষের প্রায় ৩০টি বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এই ঘটনায় অন্তত ১০জন আহত হয়। একই সঙ্গে ৭ জনকে আটক করেছে পুলিশ। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়,
সিংড়া উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান পদপার্থী শফিকুল ইসলাম শফিকের পোষ্টার ছেঁড়াকে কেন্দ্র করে গত সোমবার উভয় পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়। এ ঘটনার জের ধরেই আজ বৃহষ্পতিবার সকালে নুতন করে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই সংঘর্ষ, হামলা, ভাংচুর ও হত্যাকান্ডের ঘটনায় একজন নিহতসহ ১০জন আহত হয়। এসময় ৩০টি বাড়িতে হামলা ও ভাংচুর এবং লুটপাটের ঘটনা ঘটে। জানা যায়, ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আরিফুর রহমান আরিফ। তার প্রতিদ্বন্দি চেয়ারম্যান প্রার্থী স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিন্নার সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধারালো হাসুয়ার আঘাতে আব্দুল হান্নান মারা যায়। নিহত আব্দুল হান্নান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ জিন্নার সমর্থক এবং তিরোইল গ্রামের আব্দুর করিমের ছেলে। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দীনসহ ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ রয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *