আইইউটির তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় পৃথক তিনটি তদন্ত কমিটি

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি: বিদ্যুতায়িত হয়ে আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তিন তদন্ত দল ঘটনাস্থলে আসেন। সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের উদয়খালী ও উত্তরপেলাইদ গ্রামে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়, আইইউটি ও পল্লীবিদ্যুতায়ন বোর্ড। দতন্ত দলের মন্তব্যে উঠেআসে আইইউটির তিন শিক্ষার্থীর মৃত্যুর দায় কারো একার নয়। তদন্ত প্রতিবেদনে বিস্তারিত উঠে আসবে।

জানাযায়, পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে আইইউটির তিন শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ওই দিন পৃথক তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। গাজীপুরের জেলাপ্রশাসন অতিরিক্ত জেলাম্যাজিষ্ট্রেট ছালমা খাতুনকে প্রধান করে পাঁচ সদস্যে, আইইউটির প্রো-ভিসি রাকিবুল ইসলামকে প্রধান করে পাঁচ সদস্যের এবং পল্লীবিদ্যুতায়ন বোর্ডের প্রধান প্রকৌশলী প্রকল্প আবদুর রহিম মল্লিককে প্রধান করে আট সদস্যে তদন্ত কমিটি গঠিত হয়।
সোমবার দুপুরে আইইউটি এবং পল্লীবিদ্যুতায়ন বোর্ডের দু’টি তদন্ত দল ঘটনাস্থলে আসেন। এ ছাড়া স্বপ্রনোদিত ভাবে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের পৃথক তদন্ত দল ঘটনাস্থলে আসে। তদন্ত কালে কমিটি ঘটনাস্থল, সড়ক, বিদ্যুতের লাইন, রিসোর্টের অবস্থানে যাতায়ত, শিক্ষার্থীদের পরিবহনের বাস, সংশ্লিষ্টদের দায়দায়ীত্বের বিষয় খতিয়ে দেখেন।

সরেজমিনে দেখাযায়, জৈনাবাজার থেকে উত্তরপেলাইদ মাটির মায়া ইকো রিসোর্ট পর্যন্ত সংকীর্ণ আঁকাবাঁকা গ্রামীন সংযোগ সড়কটি বড় যান বাহন চলাচলের অনোপযোগী। সড়ক জুরে ঝুলে আছে গাছের ঢাল পালা। ঘটনাস্থলে পল্লীবিদ্যুতের এইচটি লাইনের বিদ্যুতের দু’টি খুঁটির দূরত্ব ৩০০ফুট। ওই দু’টি খুঁটির তার ঝুলে আছে। ঘটনাস্থলে ১১হাজার ভোল্টের এইচটি লাইনের তারের উচ্চতা ১৪ফুট ৯ইঞ্চি থেকে১৪ফুট ৬ইঞ্চি। এইচটি একটি তারের উচ্চতা ১৫ফুট ৫ইঞ্চি। টু ফেস ২২০ ভোল্টের তারের উচ্চতা ১ থেকে ১২ফুট। নিয়ম অনুযায়ী বিদ্যুতের তার মাটি থেকে সাড়ে ষোল ফুট উচ্চতায় থাকার কথা। প্রায় প্রতিটি তারই ঝুলে বিপদ সীমার মধ্যে রয়েছে। সাড়ে পনেরো ফুট উচ্চতার ডাবল ডেকার বাস এ সড়কে প্রবেশ করা পুরোই ঝুকিঁ পূর্ণ।

স্থানীয়রা জানান, এর আগে ওই সড়কে কখনো ডাবল ডেকার বাস আসেনি। বাস গুলোতে কোন চালকের সহকারী ছিলোনা। এমন গ্রামীন সড়কে এভাবে ঝুঁকি নিয়ে ডাবল ডেকার বাস প্রবেশ করায় এ মর্মান্তি ঘটনা ঘটেছে।
তদন্ত শেষে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান গনমাধ্যকে জানান, স্বপ্রনোদিত হয়ে তিনি ঘটনাস্থল তদন্তে আসেন। পরিদর্শন করে দেখাযায় এখানে পার্ক কতৃপক্ষ, আয়োজক প্রতিষ্ঠান,পল্লীবিদ্যুৎ সকলের দায় রয়েছে।

আইইউটির প্রো-ভিসি অধ্যাটক রাকিবুল ইসলাম জানান, আমাদের তিন শিক্ষার্থীর করুন মৃত্যুতে আমরা শোকাহত। ঘটনাস্থলে এসে বিভিন্ন তথ্যউপাত্ত সংগ্রহ করছি। বিষয়টি তদন্তাধিন রয়েছে।

পল্লীবিদ্যুতায়ন বোর্ডের তদন্ত দলের প্রধান প্রকৌশলী প্রকল্প আবদুর রহিম মল্লিক জানান, ঘটনাস্থলে বিদ্যুতের লাইন পরীক্ষা নিরিক্ষ করছি। সাতজন কর্মকর্তাকে সাময়ীক বরখাস্ত করা হয়েছে। এক্ষেত্রে কারোদায়ীত্বে অবহেলা প্রমানিত হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এর আগে গত শনিবার (২৩নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে গাজীপুরস্থ আইইউটির ৪৬০ জন শিক্ষার্থী ছয়টি ডাবল ডেকার বাস ও তিনটি মাইক্রু বাস উপজেলার উত্তরপেলাইদ গ্রামের মাটির মায়া ইকুরিসোর্টে আসে। পথিমধ্যে উদয়খালী মোড়ে পেছনের একটি বাস ১১০০ ভোল্টোর বিদ্যুতের তার স্পর্শ করে। এতে তিন শিক্ষার্থী বিদ্যুতায়িত হয়ে মৃত্যুবরণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *