সিলেট: নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগের দু’টি গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
রোববার (১৮ অক্টোবর) রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান ও যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত বলে ছাত্রলীগের একাধিক সূত্র জানিয়েছে। এতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ উভয় গ্রুপের অন্তত চার নেতাকর্মী আহত হয়েছেন।
পরে মহানগর পুলিশের দু’টি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দু’জনকে আটকও করেছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশের দু’টি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ পর্যন্ত নির্মল ও সোহেল নামে দু’জনকে আটক করা হয়েছে। অভিযান এখনও চলছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।