ট্রাম্পের শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেলেন কমালা

Slider সারাবিশ্ব


যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন পৌঁছেছে একেবারে দোরগোড়ায়। আর মাত্র দুদিন পরই অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। আর এই শেষ মুহূর্তে এসে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি শক্ত ঘাঁটিতে জনমত জরিপে এগিয়ে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

রোববার (৩ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে নতুন এক জনমত জরিপে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। ২০১৬ ও ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যে সহজ জয় পেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

ডেজ মইনেস রেজিস্ট্রার/মিডিয়াকম আইওয়ার পোলের প্রকাশিত জরিপে এ তথ্য জানানো হয়েছে। ট্রাম্পের শক্ত এই ঘাঁটিতে কমালার এই অপ্রত্যাশিত এগিয়ে যাওয়ার পেছনে নারী ভোটাররা বেশ বড় ভূমিকা রেখেছেন বলে জরিপে বলা হচ্ছে।

রয়টার্স বলছে, গত ২৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই জরিপ পরিচালনা করা হয়। এতে আইওয়া অঙ্গরাজ্যের মোট ৮০৮ জন ভোটার অংশ নেন। এরপর স্থানীয় সময় শনিবার জরিপের ফলাফল প্রকাশ করা হয়। জরিপে কমালা ৪৭ শতাংশ ও ট্রাম্প ৪৪ শতাংশ সমর্থন পেয়েছেন।

যদিও এর আগে গত সেপ্টেম্বরের জরিপে ৪ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ছিলেন ট্রাম্প। এছাড়া মার্কিন এই অঙ্গরাজ্যটিকে সাম্প্রতিক বছরগুলোতে গভীরভাবে রিপাবলিকানদের দিকে ঝুঁকে পড়ার প্রবণতাও দেখা গেছে।

দ্য রেজিস্টার পত্রিকা বলছে, নারীদের, বিশেষ করে বয়স্ক ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ নারীদের ভোট কমলার দিকে গেছে বলে জনমত জরিপে দেখা গেছে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্য ট্রাম্প তথা রিপাবলিকান পার্টির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। হিলারি ক্লিন্টনের বিরুদ্ধে ট্রাম্প ২০১৬ সালে এই অঙ্গরাজ্যে ৯ শতাংশের বেশি পয়েন্টে এবং ২০২০ সালে বাইডেনের বিরুদ্ধে ৮ পয়েন্ট ব্যবধানে জয় পেয়েছিলেন।

অবশ্য নভেম্বর মাসের প্রথম দুইদিনে পরিচালিত অন্য একটি জরিপে পাওয়া গেছে উল্টো চিত্র। এমারসন কলেজ পোলিং/রিয়েলক্লিয়ারডিফেন্স’র পরিচালিত একটি জরিপে কমালার চেয়ে ডোনাল্ড ট্রাম্প ১০ পয়েন্ট ব্যবধানে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *