গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে ট্রাক থেকে বর্জিত তুলার বস্তা (গাইড) পড়ে তাবাসসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা দুই লাখ টাকা নিয়ে আপোষ হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহত তাবাসসুম টঙ্গীর মাছিমপুর এলাকার বাসিন্দা নাছির উদ্দিনের মেয়ে।
আজ বুধবার(২৩ অক্টোবর) টঙ্গীর মিলগেট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে টঙ্গীর মিলগেট এলাকায় ট্রাক বোঝাই করে বর্জিত তুলা নিয়ে আসেন এক ব্যবসায়ী কামাল হোসেন। পরে ট্রাক থেকে ওই সব বস্তা তার গুদামে মজুত করতে থাকেন। এ সময় ট্রাকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল তাবাসসুম। হঠাৎ একটি তুলার বস্তা তাবাসসুমের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসক ডাক্তার তারিক হাসান, আরো একজন ডাক্তার এসেছেন, আমি জানিনা।
অভিযুক্ত ব্যবসায়ী কামাল হোসেনের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
টঙ্গী পূর্ব থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমদ পরিবারের বরাত দিয়ে বলেন, টঙ্গীতে ট্রাক থেকে বর্জিত তুলার বস্তা (গাইড) পড়ে তাবাসসুম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনা ট্রাক মালিক ও শিশুর বাবা দুই লাখ টাকায় মিমাংসা হয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় মামলা হয়নি।