সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিবিসি বাংলাকে জানিয়েছেন, দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকায়, ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে ফেরত আনার প্রক্রিয়া চলছে।
আগামী দু’তিনদিনের মধ্যেই ইন্টারপোলের সাথে আনুষ্ঠানিকতা শেষ করে কামরুলকে নিয়ে দেশে ফিরবে পুলিশের দলটি।
ইন্টারপোলের নিয়ম অনুযায়ী সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে অপরাধী বিনিময়ের বিধান প্রচলিত রয়েছে।
তবে, যথাযথ আইনানুগ প্রক্রিয়া শেষ করার আনুষ্ঠানিকতার কারণেই কামরুলকে হস্তান্তরে দেরী হয়েছে বলে জানান রাষ্ট্রদূত।
কামরুল ইসলামকে তেরই জুলাই সৌদি আরবে আটক করা হয়।
এদিকে, পয়লা অক্টোবর রাজন হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
এই মামলায় ৩০ জনের বেশি সাক্ষী রয়েছেন।
রাজন হত্যা মামলায় মোট অভিযুক্ত ১৩ জন।
গত ২২ শে সেপ্টেম্বর তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে সিলেটের মহানগর দায়রা জজ আদালত।
সুত্রঃ বিবিসি