রাতুল মন্ডল. শ্রীপুর(গাজীপুর) থেকে: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা। আরএই পূজাকে কেন্দ্র করে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ।
পূজা উয্যাপন কমীটির সভাপতি কৃষাণ লাল চৌহান জানান, শ্রীপুর উপজেলায় ৪৯ টি পূজা মন্ডপে রংএর কাজ চলছে,এ বছর দেবী আসছেন ঘোরায় চড়ে,আর যাবেন দোলায় চড়ে। দেবী দূর্গাকে বরণ করে নিতে তাই চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি কাজ।
শ্রীপুর উপজেলার প্রতিটি পূজা মন্ডপে শিল্পীদের নিপুণ হাতে ইতিমধ্যে মাটির কাজ শেষ করেছেন। শ্রীপুর উপজেলার বরমী শ্রী শ্রী লক্ষীনারয়ণ জিউর আখরা মন্ডপে চলছে এখন রং তুলির কাজ।
৯অক্টোবর২০১৫ইং শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়,উপজেলার বরমী,কাওরাইদ,মাওনা বাজার,জৈনাবাজারসহ বিভিন্ন মন্ডপে মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। মন্ডপগুলোতে ,প্রতিমার শৈল্পিক রুপ দেয়ার জন্য ব্যস্ত সময় পার করছে কারু ও প্রতিমা শিল্পীরা। দূর্গাপূজাউৎসবের সময় এসব মন্দিরে জেলা ছাড়াও বাইরের দর্শনার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো।