গাজীপুর ব্যুারো : গাজীপুর মহানগররে ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলজে মাঠে মুক্তিযুদ্ধ মন্ত্রীর সভামঞ্চে হামলা ও ভাঙচূর হয়ছে। এসময় আহত হয়ছেনে ১০ জন।
বুধবার বলো ১২টায় ভাওয়াল বদরে আলম সরকারী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে ওই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, বিকেল ৩টায় ভাওয়াল কলজে মাঠে মুক্তিযুদ্ধ মন্ত্রীকে প্রধান অতিথি করে কলেজ কতৃপক্ষএকটি সভার আয়োজন করেন। ওই সভায় স্থানীয় একাধিক নেতৃবৃন্ধকে অতিথি করা হয়নি। এই নিয়ে আগে থেকেই উত্তজেনা ছিল।
সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে ভাওয়াল কলেজ শাখা ছাত্রলীগের ব্যানারে একটি মিছিল বের হয়। মিছিলকারীরা শ্লোগান দিয়ে মাঠে প্রবেশ করে সভামঞ্চে হামলা ও ভাঙচূর চালায়। এ সময় হামলাকারীদের আক্রমনে মঞ্চের চারপাশে থাকা কমপক্ষে ১০ জন আহত হয়। এদের মধ্যে জনি মিয়া(২০) কে গুরুতর অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভতি করা হয়। তাকে পুলিশি পাহাড়ায় চিকিৎসা দেয়া হচ্বাছে। বাকীদের বিভিন্ন ক্লিনিকে ভতি করা হয়ছে। এই ঘটনার পর ঘটনাস্থল এলাকায় উত্তজেনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মোতায়েন করা হয়েছে।