গাজীপুর: খ্রিষ্টান অধ্যুষিত কালিগঞ্জের তুমুলিয়ায় তুমুল প্রতিদ্বন্ধিতায় অনুষ্ঠিত তুমুলিয়া খ্রিস্টান কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের নির্বাচনে এক ভোট বেশী পেয়ে চেয়ারম্যান হয়েছেন রিংকু লরেন্স গমেজ। তিনি পেয়েছেন ২০৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্ধী অনিল লিও কস্তা পেয়েছেন ২০৮৪ ভোট। ২১৪৮ ভোট পেয়ে সেক্রেটারী হয়েছেন সামুয়েল আলেকজান্ডার রোজারিও।
শনিবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিক ফলাফল জানা যায়। শুক্রবার(১৩ সেপ্টেম্বর) কালিগঞ্জ উপজেলার তুমুলিয়া ইউনিয়নের তুমুলিয়া বালক উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ২২টি বুথে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হয়।
নির্বাচন পরিচলনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারী নিবন্ধক মো: দেলোয়ার হোসেন, সদস্য হিসেবে কালিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান ও সমবায় পরিদর্শক আব্দুস শুকুর সার্বিক দায়িত্ব পালন করেছেন। কালিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা তাসলিম সহ উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা ও অসংখ্য পুলিশ সদস্য ভোটের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।
ফলাফল জানিয়ে কালিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা আতাউর রহমান বলেন, এই সংগঠনের ৬৪৩১ জন ভেটারের মধ্যে ৪৩০০টি ভোট পড়েছে। তুমুলিয়া ইউনিয়নের ১৩ টি গ্রামের এই সমিতির ২২ টি পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। ফলাফলে এক ভোট বেশী পেয়ে চেয়ারম্যান হয়েছেন রিংকু লরেন্স গমেজ। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সকলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিন বছর পর পর এই সমিতিতে ভোট হয়। ২২ টি পদের মধ্যে ব্যবস্থাপনা কমিটির ১২জন, ঋণদান পরিষদের ৫ জন ও পর্যবেক্ষণ পরিষদের ৫ জন সহ মোট ২২ টি পদ রয়েছে।
ভোটের দিন কেন্দ্র ঘুরে দেখা যায়, বিভিন্ন প্রার্থীদের প্রতীকে আঁকা পোষাক পড়ে ভোটার ও সমর্থকেরা ভোট উৎসবে অংশগ্রহণ করছেন। ভোটারদের যাতায়াতের জন্য প্রার্থীর পোস্টার মোড়ানো অটোরিকশাও ব্যবহৃত হয়েছে। শিশু কিশোর থেকে বয়স্ক মানুষও ভোট কেন্দ্রে আনন্দ উল্লাস করেছেন।