তথ্য-প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থার (আইটিইউ) ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কের জাতিসংঘ সদরদপ্তরে শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে আইটিইউ মহাসচিব হুলিন ঝাও শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। পুরস্কার গ্রহণের পর গালা ডিনারে প্রধানমন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ার যে কাজে হাত দিয়েছি, তার এই গুরুত্বপূর্ণ স্বীকৃতি এই পুরস্কার। জ্ঞানভিত্তিক টেকসই ভবিষ্যৎ গড়ার পথের সব বাধা দূর করতে তিনি সবাইকে হাতে হাত ধরে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এই সম্মান দেশের তরুণদের উৎসর্গ করে শেখ হাসিনা বলেন, তথ্য-প্রযুক্তি আমাদের কাছে আর স্বপ্ন নয়, বাস্তবতা। আমরা তথ্য-প্রযুক্তির সেবা প্রত্যেকের কাছে পৌঁছে দিয়েছি, যাতে কেউ পিছিয়ে না থাকে।