সিরীয় শরণার্থীদের সহায়তার প্রতিশ্রুতি ই‌ইউ নেতাদের

Slider সারাবিশ্ব

migrant_370637556
ঢাকা: সিরীয় শরণার্থীদের সহায়তার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন (ই‌ইউ) নেতারা। শরণার্থী সংকট নিরসনে ব্রাসেলসে অনুষ্ঠিত জরুরি বৈঠকে এ মত দেন তারা।

বৈঠকে শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের এজেন্সিগুলোকে ১ দশমিক ১ বিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবার ঘোষণা দেন ইউরোপের নেতারা।

এ সময় সীমান্তে নিরাপত্তা জোরদারের পাশাপাশি শরণার্থীদের মানবিক সহায়তা প্রদানের ব্যাপারে ঐক্যমত্য পোষণ করেন ইইউ তারা।

ইউরোপিয়ান কাউন্সিল প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক অন্যান্য নেতাদের সতর্ক করে জানান, শরণার্থীদের একটা বিরাট অংশ এখনও ইউরোপ অভিমুখে রয়েছেন।

দরজা-জানলা খোলার ব্যাপারে আমাদের নীতিগুলো অবশ্যই সংশোধন করা উচিৎ, যোগ করেন তিনি।

এ পর্যন্ত ইউরোপে প্রবেশ করেছেন প্রায় ৫ লাখ শরণার্থী। ব্রাসেলসের বৈঠকে আরো এক লাখ ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দেবার ব্যাপারে কোটা আরোপের সিদ্ধান্তে তিক্ততার সৃষ্টি হয়। ইউরোপের অনেক দেশই বাধ্যতামূলক কোটা আরোপের বিষয়টিতে অসম্মতি জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *