একই ওভারে কোহলি-সূর্যকে ফেরালেন তানজিম সাকিব

Slider খেলা


বাংলাদেশের বোলিং ইউনিট আপাতত সাকিবময়। সাকিব আল হাসান খরুচে বোলিং করেও পেয়েছেন মাইলফলকের উইকেট। আর ইনিংসের নবম ওভারে এসে জোড়া উইকেটে বাংলাদেশকে ম্যাচে ফেরার উপলক্ষ্য এনে দিলেন তানজিম হাসান সাকিব। এই প্রতিবেদন পর্যন্ত ভারত হারিয়েছে তিন উইকেট। বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে তিন বলের ব্যবধানে ফিরিয়ে বাংলাদেশকে স্বস্তি এনে দেন তানজিম সাকিব।

১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৯৮ রান ভারতের। রিশাদের ১২তম ওভারেই চলে এসেছে ভারতের দলীয় শতরান। ক্রিজে আছেন রিশাভ পান্ত এবং শিভাম দুবে। বাংলাদেশের পরিকল্পনাহীন বোলিংয়ের সুবাদে উইকেট হারালেও রানের চাকা ঠিকই ঘোরাচ্ছে ভারতের ব্যাটিং লাইনআপ।

তানজিমকে সামনে এসে খেলতে গিয়ে লাইন মিস করে গেছেন কোহলি। কিছুটা ধীরগতির ওই বলেই থেমেছে রানে ফেরা কোহলির আজকের ইনিংস। ২৮ বলে ৩৭ রান করেছেন। দলকে বড় রানের ভিতটাও গড়ে দিয়েছেন। নবম ওভারে দ্বিতীয় উইকেটের দেখা পাওয়া বাংলাদেশকে পরের উইকেট পেতে অপেক্ষা করতে হলো কেবল দুই বল।

প্রথম বলেই হুক করে ছক্কা হাঁকিয়েছিলেন সূর্যকুমার যাদব। পরের বলে কট বিহাইন্ড! শর্ট লেংথের বলে আউটসাইড এজ হওয়া বল চলে যায় লিটনের হাতে। কিছুটা নীরব ছিল বাংলাদেশের সবাই। কেবল আত্মবিশ্বাসী ছিলেন লিটন। আম্পায়ার সংকেত দিতেই উল্লাসে মাতে বাংলাদেশ।

এরপর মুস্তাফিজের ওভারে ১৪ আর রিশাদের ওভারে ১৩ রান এলে ভারতের স্কোর রীতিমত হাতের বাইরে যেতে থাকে। যদি ১৩ রান খরচের সেই ওভারেই রিশাদ পেয়েছিলেন পান্তের উইকেট। ১২ ওভার শেষে রান ৪ উইকেটে ১১০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *