কালীগঞ্জে পারিবারিক কলহের জেরে খাবারের সাথে বিষ পানে নিহত-১ আহত-৩

Slider গ্রাম বাংলা

মো: সাজ্জাত হোসেন, নিজস্ব প্রতিবেদকঃ গাজীপুরের কালীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে খাবারের সাথে বিষ পানে একজন নিহত ও তিনজন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সদস্য লাভলী বেগমের রয়েন গ্রামের বাড়ীতে। নিহত মোঃ জাইদুল পালোয়ান (২৫) লাভলী বেগমের ছেলে।

পারিবারিক ও স্থাণীয় সূত্রে জানা যায়, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য লাভলী বেগমের বাড়ীতে শুক্রবার দুপুরে পারিবারিক কলহের জের ধরে খাবারের সাথে বিষ মিশিয়ে দেয় লাভলী বেগমের ছেলে জাইদুলের স্ত্রী মুনা আক্তার। সেই খাবার খেয়ে লাভলী মেম্বার, তার স্বামী, ছেলে ও মেয়ে অসুস্থ্য হয়ে পড়ে। পরে স্থানীয়রা তাদেরকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তাদের অবস্থা আশঙ্খাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বুধবার (১২ই জুন) সকালে জাইদুল পালোয়ান মৃত্যুবরণ করেন। অসুস্থ্য অপর তিনজন লাভলী বেগম (সংরক্ষিত মহিলা মেম্বার), স্বামী কবির পালোয়ান ও মেয়ে মিনা আক্তারের অবস্থা এখনো আশঙ্খাজনক। সংবাদ পেয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মাজেদুল ইসলাম নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. মাজেদুল ইসলাম জানান, উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের রয়েন গ্রাম হতে নিহত জাইদুল পালোয়ানের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। বৃহস্পতিবার সকালে লাশের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *