শ্রীপুর পৌরসভার ১৫১ কোটি টাকার বাজেট ঘোষণা

Slider গ্রাম বাংলা


রমজান আলী রুবেল, শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি. গাজীপুরের শ্রীপুর পৌরসভার আসন্ন ২০২৪-২৫অর্থবছরের ১৫১ কোটি টাকার উদ্বত্ত কাজেট ঘোসণা করা হয়েছে। বুধবার দুপুরে শ্রীপুর পৌরসভার মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র আলহাজ¦ মো. আনিছুর রহমান। বাজেটে আসন্ন অর্থবছরে নতুন কোন কর ধার্য করা হয়নি। সর্বোচ্চ বরাদ্ধ রাখা হয়েছে উন্নয়ন খাতে।

বাজেট বিবরণী পাঠ করে মেয়র বিভিন্ন দিক তুলে ধরেন। এসময় তিনি বলেন,প্রস্তাবিত বাজেট পরবের্তিতে আলোচনা পর্যালো চনার মাধ্যমে পরিবর্থন করা হবে।
বাজেটে রাজস্ব খাতে আয় দেখানো হয়েছে ২৫ কোটি ৫৩লাখ ৪৮হাজার ৪০৮টাকা। উন্নয়ন প্রকল্প থেকে আয় ধরা হয়েছে ১০০ কোটি টাকা। বাজেটে ব্যদেখানো হয়েছে ১৫০ কোটি টাকা। উদ্বৃত্ত দেখানো হয়েছে ৮৪লাখ,৮১হাজার,৪০৬টাকা।

বাজেটে অগ্রাধিকাররপ্রাপ্ত প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা নির্মান-সংস্কার,ডাম্পিং স্টেশন নির্মাণ, শেখ রাসেল পৌর শিশু পার্ক ও শেখ রাসেল পৌর স্টেডিয়াম নির্মাণ।
বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিওেলন পৌরসভার কাউন্সিলর,নারী কাউন্সিলর,সাংবাদিক, সুশিল সমাজের প্রতিনিধি গণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *