গাজীপুর: গাজীপুরের কাপাসিয়া উপজেলার রানীগঞ্জে এলাকায় শীতলক্ষা নদী থেকে মনিয়া জাহান মনি(১৭)নামে এক কলেজ ছাত্রীর লাশ লাশ উদ্ধার হয়েছে।আজ বেলা ১২টার দিকে লাশটি উদ্ধার করে কাপাসিয়া থানা পুলিশ।
নিহতের স্বজন নাজমুল ইসলাম জানায়, মনি রাওনাট এলাকার মাইনুদ্দিনের মেয়ে এবং কাপাসিয়া কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। গত রোববার বিকেলে কলেজ শেষে সে তার প্রেমিক শামীমের সাথে বেড়াতে বের হয়। রাতে সে বাড়ি ফিরে না যাওয়ায় বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি স্বজনরা। পরে দুদিন পর আজ সকালে স্থানীয়রা শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়।পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আহসানউল্লাহ সত্যতা নিশ্চিত করে বলেন, প্রেমিক শামীম পলাতক রয়েছে।