টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মাটিতে সিরিজ খেলতে ইতোমধ্যে দেশটিতে অবস্থান করছে বাংলাদেশ দল। ফলে বিশ্বকাপে তাদের একাদশ কেমন হবে– এই প্রশ্নের উত্তর খোঁজার সময় এখনও যথেষ্ট আছে ক্রিকেট সংশ্লিষ্টদের কাছে। যদিও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আগেই নিজের পছন্দের একাদশ জানিয়ে দিলেন। যদিও এক্ষেত্রে কোনো চমক রাখেননি তিনি, জিম্বাবুয়ে সিরিজে খেলা দলটিকেই মূলত বিশ্বকাপেও রেখেছেন পছন্দের শীর্ষে।
গতকাল (শনিবার) টাইগার একাদশে কারা খেলবেন এ নিয়ে পাপন বলেন, ‘আমাকে যদি জিজ্ঞেস করেন, ওপেনিংয়ে তিনজনের মধ্যে কোন দুজন খেলবে এটা আমি বলতে পারছি না এখন। তবে এই তিনজনের মধ্যে দুজন খেলবে। তিনে শান্ত, চারে সাকিব, পাঁচে তাওহীদ হৃদয়…না…চারে তাওহীদ হৃদয়, পাঁচে সাকিব, ছয়ে মাহমুদউল্লাহ রিয়াদ, সাতে অনিক…যদি আমরা এই ক’জন ব্যাটার খেলাই। তারপর একজন স্পিনার আসবে। রিশাদ আসবে নাকি শেখ মাহেদী আসবে সেটা আমি জানি না। এরপর তিন পেসার খেলবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এখন এর মাঝে পরিবর্তনের সম্ভাবনা খুবই ক্ষীণ বলে আমার মনে হয়।’
লিটন দাসের ফর্ম না থাকায় ওপেনিংয়ে তানজিদ তামিমকেই এগিয়ে রাখলেন বিসিবি সভাপতি, ‘এক বছর আগেও আমি যদি কাউকে জিজ্ঞেস করতাম, আমাদের সেরা ওপেনার কে? তামিম (ইকবাল) ছাড়া। সবাই বলত—লিটন দাস। কিন্তু লিটন এখন ফর্মে নেই। খালি দোয়া করতে পারি যেন সে ফর্মে ফিরে। শান্ত, তাওহীদ হৃদয় বা অনিক যাই বলেন—ওদের এ পর্যন্ত যে কয়েকটা খেলা দেখেছি, তারা সবাই সম্ভাবনাময়ী। আর থাকে সাকিব আর মাহমুদউল্লাহ…এরপর তো আর কথাই নেই। তাহলে বাকি থাকে হলো আরেকটা ওপেনার। আমাকে যদি জিজ্ঞেস করেন, তানজিদ তামিম? ও টি-টোয়েন্টিতে অসম্ভব ভালো খেলছে। যে অ্যাপ্রোচ ও সাহসিকতা দরকার, এটা ওর মধ্যে আছে। ও যদি সুযোগ পায় আগামী এক-দেড় বছরের মধ্যে আমাদের একজন ভালো ওপেনার হতে পারে।’
এরপর একাদশের বাকি জায়গাগুলোও পূরণ করেন পাপন, ‘সৌম্য সরকারও আছে ওখানটায়। আমরা জানি, সৌম্য যেদিন খেলে সেদিন দলের অর্ধেক কাজ করে ফেলতে পারে। তবে ধারাবাহিকতার একটা সমস্যা আছে আমাদের। ওপেনিং পজিশন ছাড়া আমি মনে করি না, আমাদের কোনো দ্বিধা নেই, এখানটায় কারা খেলতে পারে। পেসারের কথা যদি বলেন, ফিট থাকলে তাসকিন, শরীফুল ও মুস্তাফিজ—এই তিনজন খেলবে। অন্য কারও ঢোকার কোনো সুযোগই নেই।’
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২ জুন, তবে বাংলাদেশের অভিযান শুরু হবে ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এর আগে নাজমুল শান্ত’র দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২১, ২৩ ও ২৫ মে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে।