গাজীপুরে দুটিতে আওয়ামীলীগ ও একটিতে বিএনপির উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

Slider গ্রাম বাংলা


আঞ্চলিক প্রতিনিধি গাজীপুর : বুধবার গাজীপুর জেলার তিনটি উপজেলায় নির্বাচন হয়েছে। এরমধ্যে দুটিতে আওয়ামীলীগ ও একটিতে বহিস্কৃত বিএনপি নেতা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জানা যায়, গাজীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে বিএনপি থেকে বহিস্কৃত সতন্ত্র প্রার্থী (ঘোড়া) প্রতীক নিয়ে ইজাদুর রহমান মিলন ১৮৯৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রীনা পারভীন (আনারস) প্রতীকে ১০২০৮ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে বেলায়েত হোসেন (টিওবয়েল) প্রতীক নিয়ে ১৫১২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী নাজমুল আলম জুয়েল ( উড়োজাহাজ) প্রতীকে ৮৬২৬ ভোট পেয়েছেন। এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসিনা সরকার (ফুটবল) প্রতীকে ১৯৬৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) প্রতীকে মৌসুমি রেজা বৃষ্টি ১৬৭৬৪ ভোট পেয়েছেন।

কালিগন্জ উপজেলা পরিষদ নির্বাচনে প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে মোহাম্মদ আমজাদ হোসেন (মটর সাইকেল) প্রতীকে ৪৩০৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফী মেহেদী হাসান (দোয়াত কলম) প্রতীকে ৩৩৩৫৬ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে মোজাম্মেল হক (টিয়া পাখি) ৩১৫৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা (তালা) প্রতীকে ২৭৪৬৬ ভোট পেয়েছেন।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জুয়েনা আহমেদ (হাস) প্রতীকে ৪৮১৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শর্মিলী দাস (কলস) প্রতীকে ৩০৫২০ ভোট পেয়েছেন।

এদিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রাপ্ত ফলাফলে তথ্যের ভিত্তিতে চেয়ারম্যান পদে অ্যাডভোকেট আমানত হোসেন খান (মটর সাইকেল) প্রতীকে ৪৫৯২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহবুব উদ্দিন আহম্মেদ সেলিম (আনারস) প্রতীকে ৪০২২৬ ভোট পেয়েছেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান পদে হাফিজুল হক চৌধুরী (টিয়া) প্রতীকে ৪৭০৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রার্থী মো ইমান উল্লাহ শেখ (তালা) প্রতীকে ২০১০১ ভোট পেয়েছেন।

এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রওশন আরা সরকার (কলস) কে হারিয়ে শামীমা নাসরীন শিখা (ফুটবল) প্রতীকে বিজয়ী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *