রমজান আলী রুবেল শ্রীপুর গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করার দায়ে মাটি ব্যবসায়ীর দুইটি ভেকু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই ভেকু মালিক ইয়াহিয়া ও তারেক রহমানকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
বুধবার (১ মে ) বিকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাইখা সুলতানা উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফ পুর এলাকায় অভিযানকালে এই ভেকু জব্দ করেন।
জানা গেছে, উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফ পুর এলাকা থেকে দীর্ঘদিন ধরে কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি ও সরকারি রাস্তা বিনষ্ট করে আসছিল কয়েকজন অসাধু মাটি কারবারি। খবর পেয়ে বিকাল তিনটায় ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের খবর পেয়ে মাটি ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইটি ভেকু জব্দ করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাইখা সুলতানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এক লাখ টাকা অর্থ দণ্ড আদায় করা হয়েছে। জনস্বার্থ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।