মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরে সেরুয়া বটতলা থেকে ভবানীপুর হয়ে নিমগাছী পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। গত বুধবার, ২৪এপ্রিল/২০২৪, বিকেলে ৬.৩৫pm-এ বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মজিবর রহমান( মজনু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সতের কোটি ঊনষাট লাখ বিশহাজার সাতশ’ পাঁচ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ওই কাজটি বাস্তবায়ন করছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহজামাল সিরাজী, বগুড়া জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিল্পী রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চাল ব্যবসায়ী সমিতির নেতা সিরাজুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী লিয়াকত হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি মজিবর রহমান মজনু বলেন, স্বাধীনতার পর দেশ পুনর্গঠনে যেভাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্ব দিয়েছিলেন, তাঁরই কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়ে সেই উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে এনেছেন। তাই দেশের সব সেক্টরেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। অভূর্তপূব উন্নয়ন দেখে বিএনপি-জামায়াত জোট দিশাহারা হয়ে পড়েছেন।