হাবিবুর রহমান (হাবিব) বগুড়া : বগুড়ায় বৈশাখী মেলায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত হয়েছে। এলাঠি খেলা দেখে আগত দর্শনার্থীরা আনন্দ ও উল্লাসে মেতে উঠেন। গত রবিবার, শহরের পৌর পার্কে বগুড়া থিয়েটারের আয়োজনে সাতদিন ব্যাপী বৈশাখী মেলায় এ লাঠি খেলায় গাবতলীর নাংলু এলাকা থেকে আগত খেলোয়াড়রা তাদের খেলার কলা কৌশল দেখান। এসময় প্রবীনরা যেন খুঁজে পেয়েছিল হারোনো স্মৃতি।
এছাড়া নতুন প্রজন্মও জানলো ঐতিহ্যবাহী খেলার ইতিকথা।চতুর্থ শ্রেণির শিক্ষার্থী জারিন তাসনিম সাবা বলে, বাবার সাথে এই প্রথম লাঠি খেলা দেখলাম। দারুণ লাগলো।খেলোয়াড়দের প্রধান লিমন বলেন, তিনি এ দলের হয়ে দীর্ঘ বছর খেলা প্রদর্শন করছেন। আমাদের দলে ১২জন সদস্য আছে৷ আমরা চেষ্টা করছি এই লাঠি খেলা ধরে রাখার।বৈশাখী মেলার আয়োজক ও বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও মেলার আয়োজন করা হয়েছে। মেলায় হারানো ঐতিহ্যবাহী খেলা রাখা হয়েছে যাতে নতুন প্রজন্ম এসবের সাথে পরিচিত হতে পারে