মাসুদ রানা সরকার, বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়া নন্দীগ্রামে একটি বিকাশের দোকানের তালা কেটে দিনের বেলায় ২লক্ষ টাকা চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার, ২২মার্চ/১৪, দুপুরে উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের ভাটগ্রাম মধ্যপাড়া রিপা ফার্মেসীতে এ চুরির ঘটনা ঘটে। জুমা’র নামাজের সময়কে কাজে লাগিয়ে বিকাশের দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে নগদ ২লক্ষ টাকা ও বিভিন্ন কোম্পানির ১লক্ষ টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড, এমবি কার্ড চুরি করে নিয়ে যায় চোরেরা। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে নন্দীগ্রাম থানা পুলিশ। রিপা ফার্মেসীর মালিক রুহুল আমিন বলেন, শুক্রবার জুম্মার দিন হওয়ার কারণে আজান দেওয়ার পর নামাজ পরার জন্য দোকানে তালা লাগিয়ে মসজিদে চলে যাই। নামাজ শেষে দোকানে এসে দেখি দোকানের একটি তালা কাটা অবস্থায় পরে আছে। এক পর্যায়ে দোকানের ভিতরে প্রবেশ করে দেখি দোকানে থাকা ২লক্ষ টাকা ও বিভিন্ন কোম্পানির ১লক্ষ টাকা মূল্যের মোবাইলের মিনিট কার্ড ও এমবি কার্ড নেই। কি ভাবে দিন দুপুরে দোকানের তালা কেটে চুরির ঘটনা ঘটেছে তা বুঝতেই পারলাম না। এ চুরির ঘটনায় আমার বড় ধরনের ক্ষতি হয়ে গেলো। এদিকে চুরির খবর মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এসে ভিড় করেন। এ ঘটনায় পার্শ্ববর্তী ব্যবসায়ীদের মাঝে চুরি আতংক বিরাজ করছে। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসাইন আজম বলেন, চুরির ঘটনা শুনেছি। খুব দ্রুত আইন গত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#