অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ শুরু বাংলাদেশের। প্রথমবারের মতো দ্বিপাক্ষিক কোনো ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। সব মিলিয়ে ওয়ানডেতে দ্বিতীয়বার অজি নারীদের মুখোমুখি হয়েছে টাইগ্রেসরা।
বৃহস্পতিবার সকালে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী দল। দুই দলের মধ্যকার প্রথম এই দ্বিপাক্ষিক ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং করছে নিগার সুলতানারা।
খেলা শুরু হয়েছে সকাল সাড়ে ৯টায়।
উল্লেখ্য, ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সাথে বাংলাদেশের দেখা হয়েছে মাত্র তিনবার। ওয়ানডেতে দুই দল একবারই মুখোমুখি হয়েছে, ২০২২ সালের নারী বিশ্বকাপে। বাকি দুইবার ২০২০ ও ২০২৩ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।
বাংলাদেশ একাদশ : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, ফারজানা হক, সুবানা মুস্তারি, মুর্শিদা খাতুন, রিতু মণি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।