সাংবাদিক প্রবীর সিকদারকে রিমান্ডে না পাঠিয়ে শুরুতেই জামিন দেয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, একজনের যদি এমন কোন অসুস্থতা থাকে, যে সে ডিজঅ্যাবল, সেইক্ষেত্রে আমার মনে হয় প্রবীর সিকদারকে সঙ্গে সঙ্গে বেইল দেয়া উচিত ছিল। মন্ত্রী বলেন, তারা প্রথম দফায় কি মনে করে তিন দিনের রিমান্ড দিয়েছিল আমি জানি না। দ্বিতীয় দিন তো জামিন দেয়া হয়ে গেছে। তাহলে যে ভুলটা ছিল তা ঠিক করা হয়ে গেছে। জঙ্গি অর্থায়নের অভিযোগে তিন আইনজীবী গ্রেপ্তার হওয়ার ঘটানাকে ‘অত্যন্ত দুঃখজনক’ হিসেবে বর্ণনা করেন আইনমন্ত্রী। অভিযোগ প্রমাণিত হলে এই তিন আইনজীবীর বার কাউন্সিল সনদ বাতিল হবে বলে জানান মন্ত্রী। এদিকে সম্প্রতি র্যাব ও পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সরকারসমর্থক কয়েকজনের মৃত্যু প্রসঙ্গে তিনি বলেন, এসব ঘটনা নিয়ে অভিযোগ উঠলে আইন অনুযায়ী তার তদন্ত হতে পারে।