মালিতে একটি স্বর্ণখনিতে ধসের ফলে ৭৩ জনের বেশি মারা গেছে। গত সপ্তাহে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ঠিক কী কারণে তা ঘটেছে তা জানা যায়নি। গত শুক্রবার এই দুর্ঘটনা ঘটলেও বুধবার রাতে তা জানা যায়।
মালির ন্যশনাল জিওলজি অ্যান্ড মাইনিং ডিরেক্টরেট কর্মকর্তা করিম বেথে জানান, দুর্ঘটনাক্রমে এটি ঘটেছে।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবার স্বর্ণখনির কর্মকর্তা ওমার সিদিবি বলেন, হঠাৎ করেই দুনিয়া কাঁপতে থাকে। খনিতে তখন ২০০-এর বেশি লোক ছিল।
তিনি জানান, তারা ৭৩টি লাশের সন্ধান পেয়েছেন।
তবে খনি মন্ত্রণালয়ের মুখপাত্র বায়ে কুলিবালি রয়টার্সকে জানান, মৃতের সংখ্যা ৪০ জনের বেশি।
সূত্র : আল জাজিরা, বিবিসি