সিরাজগঞ্জের রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাচীর নির্মাণ

Slider রাজশাহী


মাসুদ রানা সরকার :- সিরাজগঞ্জের রায়গঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অসহায় ছোট ভাই সিদ্ধার্থ শংকরের জায়গায় রাতের আঁধারে প্রাচীর নির্মাণ করার অভিযোগ উঠেছে বড় ভাই আনন্দ কুমারের বিরুদ্ধে।জানাযায়, উপজেলার ঘুড়কা ইউপির ঘুড়কা গ্রামের তারা পদ রায় এর পুত্র সিদ্ধার্থ শংকর রায়ের জায়গায় বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে এ ঘটনা ঘটে। সিদ্ধার্থ রায় শংকরের বড় ভাই আনন্দ কুমার রায় সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাতের আঁধারে সিদ্ধার্থ রায়ের ঘুড়কা মৌজার জেএল নং ১১১ দাগ নং ৬৫৮ জমিতে অবৈধ ভাব প্রাচীর নির্মাণ করে। জমি-জমা সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে চলে আসছিল। বড় ভাই কর্তৃক ছোট ভাইয়ের জায়গায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ভাবে প্রাচীর নির্মাণ করায় এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিদ্ধার্থ ও আনন্দ রায়ের মধ্যে দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আমি একাধিক বার বিচার-সালিশ করেছি।এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *