মাসুদ রানা সরকার:সিরাজগঞ্জের রায়গঞ্জে দুটি গ্রামের চরাঞ্চলে অনাবাদি জমি গুলোতে তুলা চাষে কৃষকরা খুঁজে পাচ্ছে আশার আলো। খবরে জানা যায় , উপজেলার পাঙ্গাসী ইউপির কালিনজা ও বারইভাগ দুটি গ্রামের ইছামতী ও ফুলজোড় নদীর তীরবর্তী চরাঞ্চলে জমি গুলো দীর্ঘদিন ধরে অনাবাদি অবস্থায় পড়ে ছিল। স্থানীয় তুলা উন্নয়ন বোর্ড ও কৃষি সম্প্রসারণ বিভাগ অনাবাদি জমি গুলোতে তুলা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে।তুলা উন্নয়ন বোর্ডের উপ-সহকারী কর্মকর্তা উজ্জল চন্দ্র বলেন, তুলা চাষে কৃষকদের শুধু উৎসাহিত কর হয়নি, তাদের সার, বীজ, কীটনাশক সহ নানামুখী প্রণোদনা দেয়া হচ্ছে। বারইভাগ গ্রামের তুলা চাষী শহিদুল ইসলাম বলেন, গত বছরে ১ বিঘা জমিতে তুলা চাষ করে ভালো ফলন পেয়েছি’। তাই এ বছরও ২ বিঘা জমিতে তুলা চাষ করেছি। প্রতি বিঘা জমিতে তুলা চাষ করতে ৫-৬ হাজার টাকা ব্যয় হয়। ফলন হয় বিঘা প্রতি ১০-১২ মন তুলা, যার বাজার মুল্য ৩৫-৪০ হাজার টাকা। কাজেই লাভজনক হওয়ায় তুলা চাষে কৃষকরা ঝুঁকে পড়েছে।এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ বলেন, তুলা চাষে প্রধান ভুমিকায় রয়েছে বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ড, পাশাপাশি আমরা কৃষকদের নানা মুখি সহযোগীতা দিয়ে আসছি।