সৌদি আরবের দক্ষিণাঞ্চলের আসির প্রদেশের একটি মসজিদে বৃহস্পতিবার বোমা হামলায় নিহত ১৫ জনের মধ্যে ৪ জন বাংলাদেশী শ্রমিক বলে নিশ্চিত হওয়া গেছে। সৌদিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সৌদি আরবের শিয়া মসজিদে চালানো হামলার মতোই সর্বশেষ এ হামলাটির দায়ও স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। ধারণা করা হচ্ছে, একজন সৌদি নাগরিকই শহরের পুলিশ কম্পাউন্ডে আত্মঘাতি হামলাটি চালিয়েছেন। ওই হামলাকারীর নাম ইউসুফ আল-সুলেইমান বলেও জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে আইএস বোমা হামলাকারী ব্যাক্তিকে আবু সিনান আল-নাজদি বলে দাবি করেছে। আইএস এ-ও বলেছে, আইএস-এর বিরুদ্ধে সামরিক জোটে অংশগ্রহণ করায় সৌদি আরবের শাসক ও সেনারা শান্তি উপভোগ করতে পারবে না।