তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

Slider কৃষি, পরিবেশ ও প্রকৃতি


পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আজ বৃহস্পতিবার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণগার অফিস এই তথ্য জানিয়েছে।

এর আগে গতকাল বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস উঠা-নামা করছে। যদিও আবহাওয়া অফিসের এক পূর্বাভাসে আগামী সপ্তাহ থেকে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলা হয়েছিল। গত সাত ঘণ্টার হিসেব অনুযায়ী উত্তরাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়ে গেছে। আকাশে ঘনকুয়াশা ছিল না। সূর্যের আলো দেখা মিললেও কনকনে শীত কমেনি। দুপুর গড়িয়ে যাওয়ার পর থেকে উত্তরের হিমেল বাতাসে কনকনে হাঁড় কাঁপানো শীত অনুভূত হয়। তীব্র ঠাণ্ডার কারণে সন্ধ্যা ঘনিয়ে আসার আগেই জনসাধারণকে বাড়ি ফিরতে দেখা গেছে। ফলে হাট-বাজার ও রাস্তা-ঘাট অনেকটা জনশূন্য হয়ে পড়ছে।

আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো: রোকনুজ্জামান বলেন, আবহাওয়া অফিসের হিসেবে দেশের কোনো অঞ্চলে সর্বনিম্নতাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। সেই হিসেবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে তেঁতুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে এবং দেশের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের কোথাও কোথাও মৃদু শৈত্যপ্রবাহ থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এদিকে সপ্তাহ জুড়ে কনকনে শীতে গরিব মানুষের দুভোর্গ বেড়েছে। কিন্তু সরকারিভাবে এখনো তাদের মাঝে কোন শীতবস্ত্র বিতরণ করা হয়নি। তেঁতুলিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, সরকারিভাবে তেঁতুলিয়ায় প্রথম দফায় দুই হাজার আট শ’টি কম্বল বরাদ্দ পাওয়া গেছে এবং ইতোমধ্যে সাতটি ইউনিয়নের চেয়ারম্যানদের সমহারে বিতরণের জন্য উপকারভোগীর তালিকা প্রস্তুত করতে বলা হয়েছে। তালিকা পেলে বিতরণ করা হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান (ডাবলু) বলেন, সরকারিভাবে সাতটি ইউনিয়নের গরিব দুঃখি মানুষের জন্য যতটুকু শীতবস্ত্র বরাদ্দ পাওয়া গেছে, তা প্রয়োজনের তুলনায় কম। তবে উপজেলা প্রশাসন ও পরিষদের পক্ষ থেকে বাড়তি শীতবস্ত্র চেয়ে জেলা প্রশাসক বরাবরে চাহিদাপত্র পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *