সিরাজগঞ্জের তাড়াশে একটি কালো মুখো হনুমান দুইদিন হলো লোকালয়ে ঘুরছে। আর উৎসুক লোকজনের অত্যাচারে হনুমানটি অস্থির এবং অতিষ্ঠ হয়ে পড়েছে। বিষয়টি মাধাইনগর ইউনিয়নের উত্তরমথুরাপুর (ধাপ) গ্রামের মো: আসাদুজ্জামান নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানান, গতকাল রোববার তাড়াশ নিমগাছী রাস্তার ধাপের ব্রিজের ওপর ওই হনুমানটি বসে থাকতে দেখা যায়। সন্ধ্যার আগ মুহূর্তে ওই গ্রামের এক মহিলার পিছনে পিছনে তার বাড়িতে চলে আসে। আর হনুমানটিকে দেখতে ওই এলাকার শিশু, কিশোর ও নারী-পুরুষরা ওই বাড়িতে ভিড় জমায়।
উৎসুক জনতা হনুমানটিকে কখনো কলা আবার কখনো রুটি দিলে তা নিয়ে খেতে থাকে। আবার অনেকে তার সাথে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পরে। হনুমানটি রাতে ওই বাড়ির একটি আমগাছে অবস্থান করে। সকাল হলেই নিচে নেমে আসে এবং মুহূর্তের মধ্যেই প্রতিবেশী ফারুকের বাড়িতে চলে যায়।
এসময় ফারুক তাকে খাবার দিলে ভয়ভীতি উপেক্ষা করে তার কাছে চলে আসে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা বন কর্মকর্তা মো: কামরুজ্জামান বলেন, হনুমানটিকে বিরক্ত করা থেকে বিরত থাকলেই সে চলে যাবে।