বিসিসি মেয়র কামালসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা

Slider জাতীয় রাজনীতি

Kamal_765221847বরিশাল: দুর্নীতি, হুমকি প্রদান ও ঘুষ দাবির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র বিএনপি নেতা আহসান হাবীব কামালসহ ৪৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (০৫ আগস্ট) নগরীর সিঅ্যান্ডবি রোড এলাকার বাসিন্দা ইউসুফ আলী খানের ছেলে মোশারেফ হোসেন খান বাদী হয়ে বরিশালের সিনিয়র স্পেশাল জজ আদালতে এ মামলা করেন। পরে আদালতের বিচারক আনোয়ারুল হক মামলাটি গ্রহণ করে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দেন। মামলার অন্যান্য আসামিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার রায়, প্রকৌশলী শহিদুল ইসলাম এবং মেয়রের এপিএস মো. ফরিদ। মামলা সূত্রে জানা যায়, ৪ আগস্ট নগরীর চৌমাথা এলাকা থেকে মামলার বাদী মোশারেফ হোসেন খান ও ১৮ জন সাক্ষীর দোকান উচ্ছেদ করে সিটি করপোরেশন। উচ্ছেদের আগে তাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। এছাড়া উচ্ছেদের সময় বিবাদীরা দোকানের মালামাল লুটপাট করেছে বলেও মামলায় অভিযোগ করা হয়েছে। মামলার আরো অভিযোগ করা হয়, উচ্ছেদ অভিযান বন্ধের বিনিময়ে বাদীসহ ক্ষতিগ্রস্তদের কাছে মোটা অংকের ঘুষ দাবি করেন অভিযুক্তরা। ঘুষ না দেওয়ায় উচ্ছেদ অভিযান চালিয়ে ওই ব্যবসায়ীদের ৫১ লাখ টাকার ক্ষতি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *